ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লার চানপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ মাদক কারবারি মো. খোরশেদ আলম সুমনকে আটক করেছে র্যাব-১১। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুমন একই উপজেলার ডুমুরিয়া চানপুর গ্রামের হাসান আলীর ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব-১১ জানায়, এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল স্কাফ ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এলাকায় আধিপত্য ও সন্ত্রাসী গ্রুপ পরিচালনার জন্য সে মাদক ও অস্ত্র সংগ্রহ করে। যুবকদের নানা প্রলোভনে নিজের কাজে ব্যবহার করতে সে মাদকদ্রব্যের সাম্রাজ্য গড়ে তুলে। সুমনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কতোয়ালি মডেল থানায় পৃথক মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।