মোহাম্মদ মতিউর রহমান, জেলাপ্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লা মহানগরীর কোটবাড়ী এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং ভোলা জেলায় বিএনপির নেতাকর্মীদের হ'ত্যার প্রতিবাদে বিএনপির (ইয়াছিন গ্রুপ) বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে*।
আজ ২৮ আগস্ট ২০২২ খ্রি. বিকাল সাড়ে পাঁচটায পর্যন্ত কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার, কোটবাড়ী ২৩ নং চাঙ্গিনী মোড় হতে কুমিল্লা মহানগরীর ২৩ ও ২৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্যবৃদ্ধি, লোডশেডিং এবং ভোলা জেলায় ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হ'ত্যার প্রতিবাদে বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর যুবদলের দপ্তর সম্পাদক ভিপি আবদুল্লাহ। এছাড়াও বিএনপি নেতা ভিপি জসিম, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলটি ২৩ নং ওয়ার্ডের চাঙ্গিনী মোড় থেকে ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিএনপির লাগাতার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে কুমিল্লা মহানগরীর ২৩ ও ২৪ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।