জেলাপ্রতিনিধি, কুমিল্লা>>
' জ্বীনের বাদশা' পরিচয়ে অল্প সময়ে বড়লোক হওয়ার প্রলোভন দেখিয়ে প্র'তারণার মাধ্যমে বেশ কয়েকজন নারীর ৩০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া 'জ্বীনের বাদশা' এর সহযোগী ৩ সদস্যকে গ্রে'ফতার করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার রামনাথপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে রোববার রাতে কুমিল্লা নিয়ে আসেন। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার রামনাথপুর গ্রামের মো. পারভেজ (২২), আফজল হোসেন (৩০) ও আরিফ মিয়া (৩৪)।
জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'কুমিল্লার লালমাই উপজেলার বরল গ্রামের এক প্রবাসীর স্ত্রী আয়েশা আক্তার 'জ্বীনের বাদশা' পরিচয়ের এক প্র'তারকের প্রলোভনে পড়ে বড়লোক হওয়ার স্বপ্নে তিনি নিজের এবং স্বজনদের কাছ থেকে আনা ৩০ ভরি স্বর্ণালঙ্কার কথিত জ্বীনের বাদশার পাঠানো প্রতিনিধির হাতে তুলে দেন। পরবর্তীতে তিনি প্র'তারণার শিকার হয়েছেন বুঝতে পেরে এ বিষয়ে গত ৫ সেপ্টেম্বর লালমাই থানায় মামলা করেন।
সম্প্রতি মামলাটি তদন্তের জন্য পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবিতে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, 'তথ্য প্রযুক্তির সহায়তায় গাইবান্ধার রামনাথপুর গ্রাম থেকে কথিত জ্বীনের বাদশার ৩ সহযোগী পারভেজ, আফজল হোসেন ও আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে জ্বীনের বাদশা দলের সক্রিয় সদস্য এবং প্র'তারণার মাধ্যমে ৩০ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার ঘটনা স্বীকার করেছে। তাদের প্র'তারণা করে নেওয়া ওই স্বর্ণালঙ্কার কথিত জ্বীনের বাদশার হাতে তুলে দিয়েছে এবং এসব স্বর্ণ সে (জ্বীনের বাদশা) বিক্রি করে দিয়েছে বলে জানায়। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার পর বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।'
'প্র'তারণার মূল পরিকল্পনাকারী কথিত জ্বীনের বাদশাসহ তার অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।