জেলা প্রতিনিধি কুমিল্লাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু'র শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি কুমিল্লা থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
আজ শনিবার ২৫ জুন ২০২২ খ্রি. তারিখ সকাল ১০ টা হতে কুমিল্লা জেলা শহরস্থ কান্দিরপাড় এলাকায় টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে পদ্মা সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। উক্ত সম্প্রচার অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,পুলিশ সুপার ফারুক আহমেদ, র্যাব -১১ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর শাকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।পদ্মা সেতু বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু। এই সেতুটি উদ্বোধন উপলক্ষে সারাদেশে একযোগে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্প্রচার করে দেখানো হচ্ছে। সেই উপলক্ষে জেলা প্রশাসন আজকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।