ক্রাইম পেট্রোল ডেস্কঃ
১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে র'ক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অনেকে শহীদ হন, অনেকে আ'হত হন এবং অনেক সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হন। তাদের এই অবদানকে স্মরণ করার লক্ষ্যে কুমিল্লা জেলায় বসবাসরত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে। আজ ১৭ ডিসেম্বর২০২২খ্রি. কুমিল্লা জেলা পুলিশ লাইন্স মাঠে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ২৪৬ জন পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার সংসদ সদস্য, কুমিল্লা-৬। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান বাবলু চেয়ারম্যান, জেলা পরিষদ, কুমিল্লা, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জহিরুল ইসলাম সেলিম বিজ্ঞ পিপি, জজ কোট, কুমিল্লা ও বীর মুক্তিযুদ্ধা শফিউল আহমেদ বাবুল সাবেক কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) । এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।