ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লায় বিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি বিবির বাজর স্থলবন্দরে পৌঁছালে ফোর্ট অপারেটর প্রতিষ্ঠান বেক্সিমকো লি. এর কার্যালয়ের সামনে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এখানে তিনি ল্যান্ড ফোর্ট অফারেটরস কর্মকর্তা, বিবির বাজার ল্যান্ড ফোর্ট এক্সফোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশান ও ল্যান্ড ফোর্ট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশিনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম , ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, ল্যান্ড ফোর্ট অফারেটস এরসিইও মো. কবিরুজ্জামান উপস্থিত ছিলেন। পরে হাই কমিশনার বাংলাদেশের বিবির বাজার স্থলবন্দর ও ভারতের শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন করেন।
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস জানান, বিবির বাজার স্থলবন্দরটি একটি গুরুত্বপূর্ণ বন্দর। তাই তিনি এই বন্দরটি পরিদর্শনে এসেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।