প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
কুমিল্লার তিতাসে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ শুক্রবার (২৭অক্টোবর'২৩) সকালে কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুরে "তিতাস ডায়াবেটিক হাসপাতাল" এর উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া এমপি, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার), বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, তিতাস ডায়াবেটিক সমিতির সভাপতি এবং তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার প্রমুখ। এছাড়াও এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম মোর্শেদ।
তিতাস ডায়াবেটিক সমিতির সভাপতি পারভেজ হোসেন সরকার বলেন, ‘আশেপাশের কোন উপজেলাতেই ডায়াবেটিক হাসপাতাল নেই। আজকে তিতাস ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন হওয়ায় এ অঞ্চলের মানুষ খুব সহজেই চিকিৎসা সেবা পাবেন।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube