কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর ফয়সাল হ'ত্যা মামলায় দুইজনের মৃ'ত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায়ের সময় দণ্ডিতরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন ।
তারা হলেন- কুমিল্লা জেলার হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. শামীম মিয়া (২৪), একই উপজেলার সাফলেজি গ্রামের মো. দুলাল(২৬) ।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি অ্যাড.নুরুল ইসলাম জানান, 'কলেজ পড়ুয়া তরুণী মেহেদী আক্তারের সাথে প্রেম ছিলো ফয়সলের। আর সেই প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মোবাইলে ডেকে নিয়ে ফয়সাল(২২)কে গ'লাকেটে হ'ত্যা করে প্রেমিকার মামাতো ও ফুফাতো ভাই শামীম এবং দুলালসহ দুইজন।'
তিনি জানান, 'আসামিরা ২০২০ সালের ৫জুন রাত ৯টায় ফয়সলকে মোবাইলে ডেকে নিয়ে দুলাল গামছা পেঁ'চিয়ে শ্বা'সরোধ করে হ'ত্যা করে। পরে শামীম ছু'রি দিয়ে জ'বাই করে হোমনা সাফলেজী আমিরুল ইসলাম বালিকা বিদ্যালয়ের নির্মাণার্ধীন ভবনের নিচে মাটি চাপা দেয়। গ্রেপ্তারের পর মামলা তদন্তে আসামী দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে ১২দিন পর আসামীদের দেখানো মতো জায়গা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নিহতের বড়বোন সালমা আক্তার ভাই নিখোঁজের ঘটনা উল্লেখ করে হোমনা থানায় সাধারণ ডায়েরী করে। ওই সাধারণ ডয়েরীর সূত্র ধরে পুলিশ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই পরিমল চন্দ্র দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামি শামীম ও দুলাল এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি অ্যাড. শেখ মাসুদ ইকবাল মজুমদার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।