ক্রাইম পেট্রোল ডেস্ক :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় ৮৫টি পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উদ্যেগে কুমিল্লা সদর ও সিটি কর্পোরেশন এলাকারপূজামন্ডপের পুরোহিত ও কমিটির সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হলে অনুদানের অর্থ তুলে দেন কুমিল্লা ( সদর-৬) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। শারদীয় দুর্গাপূজায় সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে সকলকে পূজা উদযাপনে যাতে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান এমপি বাহার।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, পূজা উদযাপন কমিটির সভাপতি শিব প্রশাদ রায় ও সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।