কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি >>
বাংলাদেশ স্কাউটস কুমিলা অঞ্চলের আয়োজনে আজ বৃহস্পতিবার লালমাইয়ে চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন - কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - সদর উপজেলা নির্বাহী অফিসার মিয়া মো. কেয়াম উদ্দিন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াসির আরাফাত এবং বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার মফিজুল ইসলাম সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সম্পাদক আবদুল আউয়াল ভূঁইয়া এল.টি।
জানা গেছে, কুমিল্লা, বি.বাড়ীয়া, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী এবং ফেনী জেলার ১১৮ টি বিদ্যালয় থেকে আসা বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ছাত্র- ছাত্রীদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ, আরও মানবিক এবং সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানান।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।