কামরুল হক চৌধুরী : আজ শুক্রবার কুমিল্লার লালমাইস্থ আঞ্চলিক স্কাউটস কেন্দ্রে চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর তৃতীয় দিনে "কাব কার্ণিভাল" অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ আনোয়ারুল ইসলাম এন.ডি.সি এবং মোঃ মোহসীন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সম্পাদক আবদুল আউয়াল ভূঁইয়া। প্রধান অতিথির আগমনে বিলম্ব হওয়ায় সকাল ১০ টার অনুষ্ঠান দেড় ঘন্টা পর সাড়ে এগারোটায় শুরু হয়। অবশ্য প্রধান অতিথি এসেই তার বিলম্বে উপস্থিত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন- প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরই স্কাউটে অংশগ্রহণ করা উচিত। এটা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।