রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার (২২শে আগষ্ট) কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বাজার কর্মকর্তা, কুমারখালী উপজেলা স্যানিটারী ইনেসপেক্টর ও পুলিশের সদস্যবৃন্দ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, বৃহস্পতিবার (২২শে আগষ্ট) কুমারখালী উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন আল মদিনা দধি ভান্ডার এর মালিক মোঃ আলাউদ্দিন শেখকে ময়লাযুক্ত, পোকাযুক্ত ও নষ্ট মিষ্টি সংরক্ষণ এর দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অপর প্রতিষ্ঠান খয়ের চারা মধ্যপাড়া এলাকায় নিউ লালন সুপার আইসবার এর মালিক রহমতকে অবৈধভাবে আইসক্রিম তৈরী এবং নকল মোড়ক ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ও ৫০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।