রফিকুল ইসলাম : কুষ্টিয়ার কুমারখালি উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে তারই আপন দুলাভাই আলমগীর নামের এক লম্পট উধাও হয়েছে। আলমগীর একই এলাকার আকামদ্দির ছেলে। ছাত্রীটি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতের অধ্রয়ন করত । আলমগীরের স্ত্রী সীমা জানান, ১১ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় এবং শিমুল নামের ৮ বছরের একটি শারীরিক প্রতিবন্ধী শিশু তাদের রয়েছে। দিনমজুর বাবার বড় মেয়ে সীমা বিয়ের পর থেকেই তার দুশ্চরিত্র স্বামীর অপকর্মে বাধা দিতে গিয়ে নানা রকম নির্যাতনের শিকার হয়। বিয়ের কিছুদিন পরেই আলমগীরের নজর পড়ে তার মেজো বোনের দিকে এবং ফুঁসলিয়ে সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে ৪ বছর পূর্বে তাকে বিয়ে দিয়ে দিলেও আলমগীর তাকে রেহাই দেয়নি। স্বামীর সংসার ভেঙে দিতে নানা কৌশল অবলম্বন করে সে। অবশেষে গ্রাম্য সালিশী বৈঠকের মাধ্যমে তার মেজো বোন মুক্তি পায়। এরপর আলমগীর তার ছোট বোনের সাথে কবে সম্পর্কে জড়িয়েছে এটা তাদের অজানা। গত বুধবার (২ সেপ্টেম্বর) তার ছোট বোন প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসলে আলমগীরের নিকট সীমা ফোন দিয়ে বিষয়টি জানালে সে বলে কাজের সন্ধানে কমলাপুর এসেছে। পরে আলমগীর তার মায়ের কাছে স্বীকার করে তার শ্যালিকা সাথে আছে। ৯ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আলমগীর বা তার শ্যালিকার কোন সন্ধান পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, মধুপুর গ্রামের মুক্তার আলী মন্ডলের ছেলে শাজাহান ঘটনার দিন মেয়েটিকে মোটর সাইকেল যোগে নিয়ে যায়। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, এ বিষয়ে মেয়েটির পরিবার থেকে এখনও কোন অভিযোগ আসেনি। সামাজিক অবক্ষয় রোধে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।