আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ১ হাজার ৪‘শ ৭০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ ৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় কুন্ডা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,ট্যাক অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,সচিব অসিম চন্দ্র করসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রথমদিনে কুন্ডা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ডের ৬৩৬ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়। এছাড়াও কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে আরও নগদ পঞ্চাশ টাকা করে প্রদান করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।