কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় পুড়ে গেছে বেশ কিছু দোকান ও অন্যান্য স্থাপনা। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উখিয়ায় শরণার্থী ক্যাম্প সংলগ্ন এই বাজারটিতে আগুন লাগে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার (২ এপ্রিল) সকালে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কুতুপালং ১০ নম্বর ক্যাম্পের ‘জি’ ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আরমান উল্লাহ (২০), মো. মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম ও আমান উল্লার ছেলে মোহাম্মদ আয়াস। তারা সবাই কুতুপালংয়ের স্থানীয় ছৈয়দুল মোস্তফার দোকানের কর্মচারী।
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ’রাত তিনটার দিকে উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের একটি দোকানে আগুন লাগে। খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ভোর রাত সোয়া ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘটনাস্থলে আগুনে পুড়ে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
তিরি আরও বলেন, ‘আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার ঘটনায় বেশ কিছু স্থাপনা পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি।’
উখিয়া থানার ওসি আহমেদ মঞ্জুর মোর্শেদ বলেন, ’অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের পার্শ্ববর্তী ফিল্ড হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।