কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান মাসে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে মালিকের দরগাহ/ওলীর মাজারে উরসের নামে নাচ- গান, নারী-পুরুষের অবাধ বিচরণ বেপর্দা-বেহায়াপনা, গান-বাজনা, বিধর্মী কার্যকলাপ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রবিবার (০৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
পরে জেলা প্রশাসক ফৌজিয়া খান পবিত্র রমজান মাসে মাজারে উরসের নামে এসব কার্যকলাপ বন্ধ করার নির্দেশ প্রদানের আশ্বাস দেন তাদেরকে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া বলেন, 'পবিত্র রমজান মাসে মিঠামইনের ঘাগড়া এলাকায় মালিকের দরগাহ/ওলীর মাজারে উরসের নামে নাচ- গান, নারী-পুরুষের অবাধ বিচরণ বেপর্দা-বেহায়াপনা, গান-বাজনা, বিধর্মী কার্যকলাপ ও বিজাতীয়দের অনুকরণের উৎসবে সকলকে নিরুৎসাহিত করছি এবং সকলের কাছে অনুরোধ অন্ততপক্ষে এইবার উরসের কার্যকলাপ বন্ধ রাখুন।'
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।