কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালালেও অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিত এই সড়কের গুণগতমান নিয়ে অভিযোগ উঠলে তারা সরজমিনে তদন্তে নামে।অভিযানে অংশ নেন দুদকের কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী এবং এলজিইডি কর্মকর্তারা। তারা সড়কের কার্পেটিং, মেকাডম ও ইটের মান পরীক্ষা করেন।
সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির বলেন, “৪ কিলোমিটার ৩১০ মিটার সড়কে ৭৫ মিলিমিটার মেকাডম থাকার কথা থাকলেও সেখানে ৮৫ মিলিমিটার পাওয়া গেছে। কার্পেটিংয়ের ক্ষেত্রেও নির্ধারিত ৪০ মিলিমিটারই পাওয়া গেছে এবং ইটও ছিল প্রথম শ্রেণির।”
দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন, “আমরা নিরপেক্ষভাবে মান যাচাই করেছি। তিনটি স্থানে পরীক্ষা করে প্রাক্কলন অনুযায়ী সবকিছু সঠিক পাওয়া গেছে। অভিযোগটি সত্য নয়।”
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।