প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২১, ৯:২১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বালু উত্তোলনের দায়ে এক নারীর ৫০ হাজার টাকা জরিমানা

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।সোমবার(১ ফেব্রুয়ারি) বিকেলে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বোমা মেশিনের বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে দেওয়া হয়। এসময় বোমা মেশিনের মালিকসহ অন্যান্যরা পালিয়ে যায়।পরে জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের এস সেভেনটি ক্যানেল সংলগ্ন জমিতে দুইটি বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বোমা মেশিনের মালিক পালিয়ে যাওয়ায় জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রিক্তা বেগম উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী। মশিয়ার রহমান কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত। জরিমানার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় তাকে মহিলা পুলিশ দিয়ে আটক করে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube