কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় পানিভরা একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তে ডুবে মারা গেছে পাঁচ বছর বয়সী মামাতো-ফুফাতো দুই ভাই। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—মোল্লাপাড়া এলাকার মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (৫) এবং পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সুকিয়া বেপারি বাড়ির মকবুল ইসলামের ছেলে মাহাদুল ইসলাম মাহদী (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাহাদুল তার মায়ের সঙ্গে নানাবাড়ি কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় বেড়াতে আসে। রোববার বিকেলে সে মামা ওবায়দুলের সঙ্গে উঠানে খেলছিল। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ দুই শিশু নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করে।
তিন ঘণ্টা পর পাশের বাড়ির একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে অসাবধানতাবশত গর্তের পানিতে পড়ে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। দুই শিশুর মা-বাবা পাগলপ্রায় হয়ে পড়েছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।