কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে জা*ল টাকাসহ এক চক্রের সক্রিয় সদস্য মো. আতিকুর রহমান (৩২)–কে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে জব্দ করা হয় ছয়টি এক হাজার টাকার ও দুটি পাঁচশ' টাকার জা*ল নোট।
রেলওয়ে পুলিশ জানায়, আতিকুর দীর্ঘদিন ধরে একটি সক্রিয় জাল টাকা চক্রের সঙ্গে যুক্ত। তিনি ‘জাল টাকা’ ও ‘জাল টাকার ডিলার পয়েন্ট’ নামের দু'টি ফেসবুক পেজের মাধ্যমে চক্র পরিচালনায় ভূমিকা রাখছিলেন। চক্রটি ফেসবুকের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট দামে জাল নোট সরবরাহ করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুর জানিয়েছে, সে প্রায় এক বছর ধরে কুমিল্লা শহরের চকবাজার এলাকার এক কারবারির কাছ থেকে ১২ হাজার ৫শ' টাকায় ৫০ হাজার টাকার জাল নোট কিনে এনে বিভিন্ন দোকানে ছড়িয়ে দিত। সাধারণত সন্ধ্যার পরে কেনাকাটার সময় এসব নোট খরচ করত, যাতে জাল টাকা শনাক্ত করা কঠিন হয়।
পুলিশ আরও জানায়, চক্রটি অনলাইনের মাধ্যমে অত্যন্ত সংগঠিতভাবে কাজ করছিল। তাদের কাছ থেকে সাধারণ মানুষ যেন প্র*তারণার শিকার না হয়, সে জন্য পুলিশ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রেলওয়ে থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।