কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এক বিশাল দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ব্যারিস্টার এম. আতিকুর রহমানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবদুল্লাহ আল হাসান এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক পৌর ছাত্রদল নেতা মিঠুন।
দোয়া মাহফিলকে ঘিরে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তারা জানান, এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সকলের কাছে অত্যন্ত জরুরি। তাই এমন বৃহৎ আয়োজন করায় আয়োজক ব্যারিস্টার এম. আতিকুর রহমানকে ধন্যবাদ জানান তারা।"
স্থানীয়রা বলেন, “এটি কিশোরগঞ্জের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তিনবারের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি হাজী ইসরাঈল মিয়া, নাজমুল আলম, সাবেক ছাত্রদল সভাপতি মো. মারুফ মিয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।