কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ঊর্মী শিখা (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ঊর্মী শিখা চরশোলাকিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহরম আলীর মেয়ে। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় মুদির দোকানদার লিয়াকত আলী জানান, 'প্রতিদিনের মতো ওই দিন সকালে ঊর্মী শিখা বনানী মোড়ের এক বাসায় দর্জির কাজ শেখার উদ্দেশে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রীও আহত হন বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালককে আটকের চেষ্টা চলছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।