দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাওরের পানিতে গোসল করতে নেমে নি'খোঁজ হওয়া যুবক তানজিব সারোয়ার হিমেল (৩০) এর লা'শ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার লা'শ উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া তানজিব সারোয়ার হিমেল কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার মো. কামাল মিয়ার ছেলে।
এর আগে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাসানপুর ব্রিজ এলাকায় গোসল করতে গিয়ে সে নি'খোঁজ হয়।
করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হাসানপুর ব্রিজের ঢালে বুধবার (১৩ জুলাই) হিমেলসহ চারজন লোক বেড়াতে আসে।সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের মধ্যে হিমেল গোসল করতে নদীর পানিতে ডুব দেয়। এক পর্যায়ে সে পানিতে ত'লিয়ে নি'খোঁজ হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে কিন্তু ওইদিন তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৪ জুলাই) উদ্ধার অভিযানের এক পর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে নি'খোঁজ হিমেলের লা'শ উদ্ধার করা হয়।এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।