ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সাবেক এই মেয়র বিজুসহ আরো ছয়জন পুলিশের কাজে বাধা দান ও হত্যা মামলার ডকেট ছিনতাই মামলার হাজিরা দিতে আদালতে যান। এদিন দুপুরের পর ঝিনাইদহ আমলী আদালতের বিচারক গৌতম কুমার তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্র্দেশ দেন। প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মাদরাসা ছাত্র আলামিন হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও আলামত উদ্ধারে যায় ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পাঁচ কর্মকর্তা। এ সময় সাবেক মেয়র মোস্তাফির রহমান বিজু, তার ভাই মুশফিকুর রহমান ডাবলু, মোস্তাক আহম্মেদ লাভলু ও লাল্টুসহ ১০ থেকে ১২ জন পিবিআই সদস্যদের ওপর হামলা ও মারপিট করে মামলার ডকেট ছিনতাই করার চেষ্টা করে। তাদের হামলায় এসআই সোহেল হোসেন, এসআই হুমায়ন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মো. জাফর ও এএসআই আবদুল খালেক আহত হয়। এ ঘটনায় সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে এক নম্বর আসামি করে মামলা করে ঝিনাইদহ পিবিআই। সে বেশ কিছুদিন আদালত থেকে জামিন না নিয়ে পালিয়েছিল। এদিকে বিজু বৃহস্পতিবার ঝিনাইদহ আমলী আদালতের বিচারক গৌতম কুমার তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।