জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ শফিউদ্দিন শফি (৪৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিউদ্দিন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ফুলবাড়িয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শফিউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুট্যার গান ও ৩ রাউন্ড গুলি। শফিউদ্দিন আন্ত: জেলা ডাকাত দলের সর্দার, তার নামে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।