ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রাম থেকে আসলাম হোসেন (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে থানায় একটি জিডি করা হয় পরিবারের পক্ষ থেকে। নিখোঁজ আসলাম সিংদহ গ্রামের খুয়াজ আলীর ছেলে ও উপজেলার ভাটপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। জিডিতে নিখোঁজ আসলামের ভাই মামুন হোসেন উল্লেখ করেছেন, গত ৮ মার্চ বিকেলে বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আসলামের গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট উচ্চতা। তার পরনে চেক লুঙ্গী ও চা-পাতী রংয়ের পাঞ্জাবী রয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি আসলামের খোঁজ পেলে ০১৮৪০-১৪৪০৭৫ ও ০১৩১৬-৮৩৪৪৮৬ নম্বরে যোগাযোগ করার জন পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিখোঁজ আসলামকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।