ঝিনাইদহ প্রতিনিধি :
ডিশের তার ভেবে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলো সাগর হোসেন (১৫) নামের এক কিশোর। সে ঝিনাইদহের কালীগঞ্জের ভাতঘরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার বুুজিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর ট্রাক্টরে বালি মাটি বহন করা একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করছিল। বৃহস্পতিবার সকালে সাগর বালির ট্রাক্টরের উপরে বসে বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের বোরাক আলীর বাড়িতে যাচ্ছিল। গ্রামের মধ্যে ঢুকে সড়কের উপরের বিদ্যুতের তার ট্রাক্টরের সামনের দিক আটকে যায়। এ সময় সাগর ডিশের তার ভেবে হাত দিয়ে বিদ্যুতের তার সরাতে গেলেই স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।