ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বরের বাবাকে এক বছর ও বিয়ে পড়ানো ইমামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনগত গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামে ভ্রাম্যমান আদালত এই রায় প্রদান করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার ভূমি জামির হোসেন।
বিচারক জাকির হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তারেকুজ্জামানের সাথে একই গ্রামের জিয়াউল ইসলামের মেয়ের গভীর রাতে গোপনে বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে হাজির হয়ে বর এবং কনের বয়স না হওয়া বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রাতে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বরের পিতা ইসমাইল হোসেনকে এক বছরের কারাদণ্ড ও বিয়ে পড়ানোর অপরাধে স্থানীয় মসজিদের ইমাম মিলন হোসেনকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।