ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হুমায়ুন কবির সোহাগ নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবক হুমায়ুন কবির সোহাগের বাবা মোঃ আকরাম হোসেন কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে উপজেলার ফয়লা গ্রামে এক ব্যক্তির সাথে জমি নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। জোরপূর্বক আমার জমি দখল করে নেওয়ার চেষ্টা করে। কিছুদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমার জমির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যায়। আমি কিছু বলতে গেলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেয়। শুক্রবার সকালে কয়েকজন আমার জমিতে অবৈধভাবে ইট ফেলছিল। এ সময় আমার ছেলে হুমায়ুন কবির সোহাগ নিষেধ করলে তারা দা দিয়ে কোপ দেয়। এ সময় আমার ছেলের হাতে ও পিঠে লেগে রক্তাক্ত জখম হয়। এ সময় আমার ছেলের পকেটে থাকা ৫০ হাজার টাকা ও একটি স্যামসাং ফোন নিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।