ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে গরীব কৃষকের ২বিঘা জমির ধান কেটে দিয়েছে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার সকালে উপজেলার হেলাই গ্রামের ছব্দুল শেখের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন এমপি ও বিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় শিক্ষকদের সাথে ধান কাটেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাসহ বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষক ও কর্মচারী।
ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এমপি মহোদয় আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে একাত্বতা ঘোষণা করে মাঠে এসেছেন। তিনি বেশ ধান কেটেছেন। প্রধান শিক্ষক আরো জানান, শিক্ষকদের পক্ষ থেকে তার বিদ্যালয়ের দরিদ্র ১৫০ জন ছাত্রকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এ ছাড়াও তারা কালীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তার হাতে ১০ হাজার ও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫,০০০ টাকা জমা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শুক্রবার সকালে হেলাই গ্রামের গরীব কৃষক ছব্দুল শেখের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।