ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিলিভারের ডিপোতে চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে যশোর কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হল, যশোর জেলার বজরাপুর এলাকার মৃত তহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাজপুর এলাকার অহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন তুষার (২০) ও যশোর সদরের বেজপাড়া এলাকার এজেমবারের মেয়ে নুরজাহান আক্তার রত্না (২০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিফাত ইমরান জানান, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া স্যারের নির্দেশনায় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।