ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ দিয়ে মা মাছ ও রেনু পোনা শিকারের অপরাধে মস্তবাপুর গ্রামের তৈয়ব আলী ও বুল্লাহ মিয়া নামের ২ ব্যক্তিকে মোট ১ হাজার টাকা জরিমানা ও বাধ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন। ঘটনাটি ঘটেছে চিত্রা নদীর উপজেলার মস্তবাপুর ও ফরাসপুর গ্রামের অংশে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, চিত্রা নদীর মস্তবাপুর অংশে অবৈধ বাধ দিয়ে মা মাছ ও রেনু পোনা শিকার করা হচ্ছে খবর পেয়ে বুধবার বেলা ১২ টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের তৈয়ব আলী ও বুল্লাহ মিয়া নামের দুই ব্যক্তির উভয়ের কাছ থেকে ৫’শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায়সহ বিকাল পর্যন্ত অবৈধ বাধ অপসারণ করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রেজা, প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ, এস আই রিফাত হোসেনসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।