মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ রাজধানীর খিলক্ষেতের তিনশ’ ফিট এলাকায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। আজ (শুক্রবার) সকাল ৭টার দিকে খিলক্ষেতের তিনশ’ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
উপস্থিত এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দু,জন একসাথে মোটরসাইকেলযোগে আসলে পেছন থেকে একটা কার্ভাডভ্যান এসে মোটরসাইকেলকে ধাক্কা দিলে সাথে সাথে তারা রাস্তার পাশে পড়ে যায় এবং তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে জানান। নিহতরা হলেন- আজমিন খান (২৯) ও আমির হোসেন রিয়াজ (২০)। তারা দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা। আজমিন এলাকার বড় ভাই হলেও রিয়াজের সঙ্গে তার বন্ধুর মতো সম্পর্ক ছিল। রিয়াজ খিলক্ষেত রেসিডেনশিয়াল ল্যাবটেরি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আর আজমিন খান একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। পাশাপাশি অ্যাপভিত্তিক রাইড শেয়ার করতেন।
নিহত রিয়াজের চাচাত ভাই সাব্বির জানান, আজ সকালে তিনশফিটে একটি রেস্তোরাঁয় প্রভাত নামের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল তারা। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার এসআই সুধাংশু সরকার বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মোটরবাইকের দুই আরোহী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয় নাই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।