ফারুক হোসেন রাজ, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
যশোরে চাঁচড়া তেতুলতলা মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় সোমবার রাতে এমএম কলেজ ছাত্র নিহত হয়েছেন।
নিহত সবুজ হোসেন (২০) ওই এলাকার সবদার আলীর ছেলে ও সরকারি এমএম কলেজের পদার্থ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় চাচড়া ফাঁড়ি পুলিশ কাভার্ড ভ্যান চালককে আটক করেছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক হুমায়ন কবির জানান, সোমবার(১১মার্চ১৯) রাতে সবুজ বাইসাইকেল চালিয়ে শহরের তেঁতুলতলা মোড় থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ঢ ১৪-২৪৯৬) বাইসাইকেলে ধাক্কা দিলে সবুজ রাস্তার উপরে পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় চালক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি বরিশালের মেহেন্দি গ্রামের আশরাফ আলীর ছেলে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।