ঝিনাইদহ প্রতিনিধি :
বাড়ি থেকে কাজের সন্ধানে গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার রাজধরপুর গ্রামের হবিবর শেখের ছেলে সামসুল শেখ। গত ২২ জানুয়ারি কাজের সন্ধানে ফরিদপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে কোন যোগাযোগও করছেন না তিনি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার ভগ্নিপতি ছবেদ মন্ডল।
তিনি জানান, একই গ্রামের বাবুলের ছেলে আজিজুল ও কালাম বিশ্বাসের ছেলে জিয়ারত বিশ্বাসের সাথে এক সাথে কাজে যায় তারা। আজিজুল ও কালাম বিশ্বাস বাড়িতে ফিরে এলেও সামসুলের কোন খোঁজ মেলেনি। সামসুলের বয়স আনুমানিক ৩৮ বছর। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। বাড়ি থেকে যাওয়ার সময় তার পরনে ছিল কালো লুঙ্গি ও সাদা শার্ট। কোন ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭৫১-৮৪২০২১ নম্বর মোবাইল ফোনে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।