ক্রাইম পেট্রোল ডেস্ক:
সিরাজগঞ্জের কাজিপুরে চোরসহ আটটি মোটরসাইকেল উদ্ধারের দুই দিন পর আবারও ছয়টি চো'রাই মোটরসাইকেল উদ্ধারসহ বিপ্লব হোসেন (২২) নামের এক চো'রকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ। গ্রেফতার বিপ্লব উপজেলার মুসলিমপাড়া গ্রামের আলী আকবরের ছেলে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বুধবার দুপুরে থানায় প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
তিনি বলেন, 'মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বিপ্লবকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে উপজেলার মাইজবাড়ির ঢেকুরিয়া হাট থেকে তিনটি, মেঘাই নতুন বাজার এলাকা থেকে দুটি এবং ছালাভরা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক বিপ্লবের নামে নিয়মিত মামলা দিয়ে বুধবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।