অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কাউখালীতে ৩৭ জনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। মাস্ক ব্যবহার না করার অপরাধে ৩৭ জনকে ২হাজার ৭’শত টাকা জরিমানা করেছে দুইটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বুধবার (২নভেম্বর) সকালে কাউখালী বন্দরের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১হাজার ৬’শত জরিমানা করেন।
অপরদিকে বাশুরী, চৌ-রাস্তা এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ জনকে ১হাজার ১’শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।