ক্রাইম পেট্রোল ডেস্কঃ
পিরোজপুরের কাউখালীতে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মো. হাসিব বয়াতি (২৬) নামে এক যুবককে কু'পিয়ে হ'ত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নি'হত হাসিব বয়াতি কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউনুস বয়াতির ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিবের বাবা ইউনুস বয়াতির সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মহারাজের পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলছিল। বুধবার ইফতারের আগে ওই দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ইফতারের সময় মহারাজ ও তার দুই ছেলেসহ ভাড়াটে স'ন্ত্রাসীরা হাসিবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বাড়ির কাছের মসজিদের বাগানে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কু'পিয়ে জ'খম করে ফেলে রেখে যায়।
এ সময় স্বজনরা গিয়ে হাসিবকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ম'রদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুবাইয়া শারমিন জানান, 'শরীরের বিভিন্ন স্থানে মা'রাত্মক জ'খম ও র'ক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃ'ত্যু হয়।'
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, 'লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।