মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কলাগাছিয়া মফিজ অ্যাণ্ড আছমত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন এবং প্রধান আলোচক ছিলেন গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক নাহরিন ফারহানা পপি।
বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও মোছাঃ হাসিনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবিকা সুরাইয়া ইসলাম, ঢাকা বিসিআইসি কলেজের সহকারী অধ্যাপক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মীর মোহাম্মদ মাসুদুজ্জামান, কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছলিমুল্লাহ খান, সিনিয়র শিক্ষক শিখা আক্তার, সাবেক অভিভাবক সদস্য বাবু স্বপন দেবনাথ প্রমুখ।
পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. শামীম। পরে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।