মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : করোনা পরিস্থিতি মোকাবেলায় দোকান-পাট বন্ধ,যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ, আর্থিক সংকটাপন্ন নিম্নবিত্ত সকল মানুষের তালিকাপূর্বক বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা গ্রহণসহ আক্রান্ত সকল রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে আজ দুপুর ১২টায় 'জনতার রংপুর' এর পক্ষ হতে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সভাপতি শফিয়ার রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ আহমেদ, জাসদ নেতা গৌতম কুমার, জনতার রংপুর এর আহবায়ক নেতা ডা.মামুনুর রশীদ, ডা.মিশন, মোয়াজ্জেম হোসেন লাভলু, পরিবহন ব্যবসায়ী মো.তৌফিকুর রহমানসহ রংপুরের বিশিষ্ট সচেতন নাগরিকবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হলে পরবর্তীতে দেশব্যাপী বাড়তে থাকে এই রোগীর সংখ্যা। সেই সাথে সরকারি নির্দেশনা মোতাবেক পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। শুরুতে রংপুর প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ প্রশংসনীয় ছিল কিন্তু সম্প্রতি সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের নির্দেশে রংপুরের দোকান-পাট ও শপিংমল খুলে দেওয়াসহ রাস্তাঘাটে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়া হলে রংপুর ও আশপাশের এলাকায় আশঙ্কাজনকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। রংপুরের সচেতন জনমানুষের ধারণা বিগত ২-৩ দিনে মার্কেট,শপিং মল, দোকান-পাট, রাস্তাঘাট উন্মুক্ত করায় পরিস্থিতি বিপদজনক হচ্ছে। তাই উল্লেখিত দাবির ভিত্তিতে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।