আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসে সংক্রমণে মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাযা নিরাপদে সম্পন্ন করার জন্য গঠিত উপজেলা টিমের সাথে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়,জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুর নবী,উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান প্রমুখ। সভায় টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিমিয় শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাসে মৃতদের দাফন-কাফন ও জানাযার জন্য গঠিত টিমের সদস্যদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।