ক্রাইম পেট্রোল ডেস্ক : নিয়মিতভাবে সর্বদা দরুদে শেফা পাঠ করা হলে মৃত্যুর সময় ছাড়া অন্য কোন সময় রোগে আক্রান্ত হওয়ার মোটেই সম্ভাবনা নেই। এই দরুদের ফযীলত ব্যাপক।এই দরুদ দ্বারা হুজুর (স.) এবং তাঁর সাহাবাগণ যাবতীয় রোগ-ব্যাধি হতে মুক্তির জন্য দোয়া করেছেন। দরুদে শেফা দ্বারা যেকোনো রোগ হতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ করা সম্ভব বিধায় এই দরুদকে ‘ দরুদে শেফা’ বলা হয়ে থাকে ।
দরুদে শেফা হল : আল্লাহুম্মা ছাল্লি আলা সাইয়ি ্যদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলি সাইয়ি ্যদিনা মুহাম্মাদিম বিআদাদি কুল্লি দা-ইউ ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিউ ওয়া শিফাইন।
দরুদে শেফার ফযীলত : সকাল -সন্ধ্যায় তিনবার করে দরুদে শেফা পাঠ করলে দীর্ঘ জীবন লাভ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। কলেরা , বসন্ত ও মহামারীর সময় কোন ব্যক্তি দরুদে শেফা ভোরে এবং বিকালে তিনবার করে পাঠ করলে আল্লাহর মর্জিতে এই সমস্ত রোগ হতে মুক্ত থাকবে। কেহ যদি এই সকল রোগে আক্রান্ত হয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তি এই নিয়মে পাঠ করবে। সে নিজে যদি পাঠ করতে অপারগ হয় তাহলে অপর কোন ব্যক্তি তাকে পাঠ করে শোনাবে। আল্লাহর ইচ্ছায় কল্পনাতীত সুফল পাওয়া যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।