মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা ঃ
কুমিল্লার হোমনা-মেঘনায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে (হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করীম তার অভিযান অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে তিনি গতকাল বৃহস্পতিবার হোমনা-মেঘনার অফিসার, ফোর্স ও জনগণের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। মাস্ক বিতরণকালে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় এএসপি মো. ফজলুল করীম বলেন, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে আমরা নিজরা সচেতন হবো এবং অপরকে সচেতন করবো। সর্বাবস্থায় সকল ধরনের জনসমাগম এড়িয়ে চলতে হবে। বিশেষকরে দোকান-পাট, চায়ের দোকান, রাস্তায় আড্ডা ও বিনা প্রয়োজনে জনসমাগম বন্ধ করে দিতে হবে।
এসময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আমরা আপনাদের নিরাপত্তায় বাইরে আছি, আপনারা আমাদের নিরাপত্তায় যার যার ঘরে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। অযথা রাস্তা-ঘাট, দোকান-পাট এবং হোটেলে বসে গল্প-গুজব করা থেকে বিরত থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।
পুলিশের এই কর্মকর্তা জানান, দেশে যতোদিন পর্যন্ত করোনা পরিস্থিতি বিরাজমান থাকবে ততোদিন পর্যন্ত জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।