মো. আক্তার হোসেন, হোমনা প্রতিনিধি ঃ
কুমিল্লার হোমনায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৪ বছরের বাচ্চার জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। বাচ্চাটি গতকাল রাতে করোনা উপসর্গ নিয়ে তার নানার বাড়ি বিজয়নগর গ্রামে মৃত্যুবরণ করে।
বাচ্চাটি উপজেলার মাথাভাঙা ইউনিয়নের বিজয়নগর গ্রামের মো. বিল্লাল হোসনের নাতনী এবং বাঞ্ছারামপুর উপজেলার মায়েরামপুর গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে।
আজ শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার তত্ত্বাবধানে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্ ও মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মো. নাজিরুল হক ভূঁইয়ার সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন কর্তৃক ঘটিত কমিটির সদস্যদের মাধ্যমে বাচ্চাটির জানাযা ও দাফন তার নানার বাড়ি বিজয়নগর গ্রামে সম্পন্ন হয়েছে।
বাচ্চাটির জানাযা নামাজে ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মো. আবদুল কুদ্দুস।
করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় আজ শুক্রবার সকালে পরীক্ষার জন্য বাচ্চাটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাচ্চাটির নানার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।