ক্রাইম পেট্রোল ডেস্কঃ করোনাভাইরাসে সারা দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমে ২২ জনে দাঁড়িয়েছে। যেখানে গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৩০ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৭৪ জনে।
গত চব্বিশ ঘণ্টায় করোনা রোগীর শনাক্তের সংখ্যা ১২শ ৩৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ১০ হাজার ৩৮৩ জনে।
বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪০৮টি। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২২৯টি। এ পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ১৪ হাজার ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।