আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
সোমবার (১৫ জুন) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইচপাড়া গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশ পুলিশের সদস্য এনামুল হকের পরিবারকে আর্থিক অনুদান হিসেবে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
গত ১০ জুন তিনি করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল অ্যাম্বুলেন্সযোগে প্রেরণ করা হলে চান্দুরা নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এর পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার অনুদানের চেক তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
এ সময় পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আককাছ আহমেদ, এসআই কাইয়ুম আলীসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।