সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করে সকল দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। করোনার দুর্যোগের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে জাপাসহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে বিচার দাবি করেছিলাম। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বেশ কয়েকটি দাবি মেনেও নিয়েছিলেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই দুর্নীতির সাথে জড়িত রয়েছেন।
১৪ জুলাই মঙ্গলবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, নির্বাচন কমিশন সরকারের তাবেদার হয়ে গেছে। এরশাদের মৃত্যুর দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এটি দুঃখজনক। এখন তারা ভোট চুরির নির্বাচন উপহার দিতে এমনটা করেছেন। আমরা নিশ্চিত পরাজয় জেনেও নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু এভাবে চলতে থাকলে জনগণ নির্বাচন কমিশনের গলা চিপে ধরতে বাধ্য হবে।
আলোচনা সভায় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলের অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ রংপুর মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।