মে. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি ঃ
বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভয়াবহতা বিবেচনা করে সরকারের নির্দেশনা অনুযায়ী কুমিল্লার হোমনায় সরকারি সকল কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। করোনাভাইরাস শনাক্ত রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি বিশেষ ভিন্ন (আইসোলেটেড) বেড রাখা হয়েছে। সভায় করোনাভাইরাস আক্রান্ত দেশ ছাড়াও বিদেশ থেকে যে সব নাগরিক দেশে আসবে তাদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ২৫ মার্চ ভয়াল কাল রাতের ইতিহাস, ২৬ মার্চেও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা এবং জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।