মোহাম্মদ আবদুর রউফ, করিমগঞ্জ থেকে:
‘অ’হিংস গণ’অভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের আয়োজনে করিমগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে কয়েক হাজার নারী- পুরুষের সমাগমে সমাবেশ থেকে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
গত ১৮ আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নিকট আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে বলে বক্তারা জানান।
‘অ’হিংস গণ’অভ্যুত্থান বাংলাদেশ’ এর প্রধান সংগঠক হেরুনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিয়াউর রহমান।
সমাবেশে কেন্দ্রীয় সংগঠক ইসমাইল হোসাইন, করিমগঞ্জ তাড়াইলের অন্যতম সংগঠক মুজিবুর রহমান, রবিউল আউয়াল, জেসমিন আক্তার, পৌর এলাকার সংগঠক দুলাল মিয়া, মাহফুজুল হক মারুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী কিবরিয়া খোকন।