ক্রাইম পেট্রোল ডেস্ক ঃ প্রশিকার পরিচালনা পর্ষদের ১৪২তম সভা গত ৯ জুন মঙ্গলবার ঢাকা মিরপুর ২ বিপিএমই ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোকেয়া ইসলাম। উল্লেখ্য, গত ২মে, ২০২০ খ্রি. প্রশিকার চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মৃত্যুবরণ করায় ভাইস চেয়ারম্যান রোকেয়া ইসলাম কে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম কে ভাইস চেয়ারম্যান এবং রফিকা আক্তার কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে কমিটির পুনর্বিন্যাস করা হয়েছে,। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামসহ অন্যান্য সদস্য গণ উপস্থিত ছিলেন,। টাঙ্গাইলের নাগরপুরে জন্ম নেওয়া, রোকেয়া ইসলামের স্বামী আসাদুজ্জামান আরজু একজন বীর মুক্তিযোদ্ধা ও মিরপুরের বাসিন্দা। রোকেয়া ইসলাম বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় লেখালেখির পাশাপাশি একজন গল্পকার ও নাট্যকার। তিনি কাজের স্বীকৃতি স্বরূপ নজরুল সন্মাননা পদক ও ডঃ আশরাফ সিদ্দিকী স্বর্ণ পদক লাভ করেন। দীর্ঘ বছর যাবৎ তিনি প্রশিকার পরিচালনা পর্ষদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া সভায় প্রশিকার চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ এবং উপ - প্রধান নির্বাহী সিরাজুল হক সহ অন্যান্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধকল্পে সামাজিক নিরাপত্তা ও দরিদ্র মানুষদের পাশে থেকে সচেতনতা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বাজেট অনুমোদন দেওয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।